রাজনীতি

লালমোহনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  প্রতিনিধি ২৭ অক্টোবর ২০২৫ , ১১:৩৯:৪৩ প্রিন্ট সংস্করণ

 

ভোলার লালমোহনে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, লালমোহন উপজেলা ও পৌরসভার আয়োজনে লালমোহন চৌরাস্তায় দিবসটি উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সফল মন্ত্রী মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ।

এ সময় লালমোহন উপজেলা যুবদলের সভাপতি মো: শাহিনুল ইসলাম কবির হাওলাদার’র সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক মো: বশির হাওলাদার’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো: জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মো: শফিকুল ইসলাম বাবুল, সাবেক যুগ্ম আহবায়ক মো: শফিউল্লাহ হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারী।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সহ-সভাপতি মো: মোসলে উদ্দিন আহমদ,সাধারণ সম্পাদক কাজী হাসানুজ্জামান, পৌর যুবদলের সভাপতি মো: জাকির ইমরান, সাধারণ সম্পাদক মো: ফজলে রাব্বি নাফিজ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ও পৌরসভা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

আরও খবর

Sponsered content