সুমন পল্লব, হাটহাজারী চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের হাটহাজারীতে গলায় লিচুর বিচি আটকে দেড় বছর বয়সী সফোয়ান নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার রাতে উপজেলার মেখল ইউনিয়নের পিয়ারুদ তালুকদার বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
শিশু সফোয়ান পূর্ব মেখল ইউনিয়নের পিয়ারু তালুকদার বাড়ির সিএনজি চালক মোঃ ফোরকানের পুত্র।
পূর্ব মেখল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো: মহিউদ্দিন গলায় লিচুর বিচি আটকে সফোয়ানের মৃত্যু হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, শনিবার রাতে অটোরিকশা চালক ফোরকানের পরিবারের সদস্যরা ঘরে লিচু খাচ্ছিলেন। এ সময় লিচু খেয়ে রাখা একটি বিচি সফোয়ান মুখে দিলে তা গলায় আটকে যায়। পর্বর্তীতে পরিবারের লোকজন সফোয়ানকে সদরের একটি বেসরকারি হাসপাতাল নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আমাদের পেইজ- https://www.facebook.com/dailykhoborerdakgor/
আমাদের গ্রুপ- https://www.facebook.com/groups/dailykhoborerdakgor/
আমাদের ইউটিউব- https://www.youtube.com/channel/UC9r4_s-LK0mucm34GjjmZqg