সংসদীয় কমিটির কাছে মন্ত্রণালয়ের জবাদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিরোধী দল জাতীয় চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের। তিনি বলেছেন, মন্ত্রণালয়গুলোকে স্থায়ী কমিটির কাছে জবাবদিহিতার ব্যবস্থা থাকা দরকার। কিন্তু সেটা হচ্ছে না। স্থায়ী কমিটি সুপারিশ করলে তা মন্ত্রণালয় দেখে না। কমিটি থেকে সুপারিশ পাঠালে মন্ত্রণালয় দেখতে বাধ্য হবে, এমন ব্যবস্থা করতে হবে। এটা বিশ্বের অন্যান্য দেশেও আছে।
আজ সোমবার জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৪৭ বিধিতে উপস্থাপিত প্রস্তাবের উপর আলোচনা অংশ নিয়ে জিএম কাদের এ সব কথা বলেন।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে তিনি আরো বলেন, মন্ত্রীদের পরিববর্তে সংসদ সদস্যদের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির বিধান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিরোধী দল থেকেও স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে। এগুলো ভালো উদ্যোগ। কিন্তু প্রধানমন্ত্রী বলেছিলেন বিরোধী দল থেকে একজন ডেপুটি স্পিকার করা হবে। সেই ঘোষণা অনুযায়ী বিরোধী দল থেকে একজন ডেপুটি স্পিকার করলে ভালো হয়।
জাপা চেয়ারম্যান জিএম কাদের বলেন, সরকারি দল সংসদে একক সংখ্যাগরিষ্ঠ। আর সংবিধানের ৭০ অনুচ্ছেদের কারণে সরকারের যে কোন প্রস্তাবের পক্ষে সংখ্যাগরিষ্ঠতা অটুট থাকে। ফলে সরকারি আইন, সরকারি দলের সম্মতি পায় ও সরকারি দলের সংখ্যাগরিষ্ঠতার কারণে স্বাভাবিকভাবেই তা সংসদে অনুমোদন লাভ করে। সংশোধন, গ্রহণ বা বর্জন সরকারের মর্জির উপর নির্ভরশীল। তাই সংসদ কার্যতঃ শুধুমাত্র সরকারি আইন প্রনয়ণে বৈধতা দেওয়া ছাড়া কিছু করতে সক্ষম নয়। এজন্য সংবিধানের ৭০ অনুচ্ছেদের একটা সংশোধনী হওয়া অত্যন্ত আবশ্যক।
আমাদের পেইজ- https://www.facebook.com/dailykhoborerdakgor/
আমাদের গ্রুপ- https://www.facebook.com/groups/dailykhoborerdakgor/
আমাদের ইউটিউব- https://www.youtube.com/channel/UC9r4_s-LK0mucm34GjjmZqg