কেশবপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের কেশবপুরে সড়ক দুর্ঘটনায় সমেন সাহা (৮১) নামে এক কাঠ ব্যবসায়ী মারা গেছেন। গতকাল রবিবার বিকেলে যশোর-চুকনগর সড়কের কেশবপুর প্রেসক্লাবের পাশে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।
এলাকাবাসী জানায়, রবিবার বিকেলে সমেন সাহা প্রেসক্লাবের পাশের নিজ বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে বের হন। রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় তিনি মারাত্মক আহত হন।
তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাত আড়াইটার দিকে তিনি মারা যান।
আমাদের পেইজ- https://www.facebook.com/dailykhoborerdakgor/
আমাদের গ্রুপ- https://www.facebook.com/groups/dailykhoborerdakgor/
আমাদের ইউটিউব- https://www.youtube.com/channel/UC9r4_s-LK0mucm34GjjmZqg