মৌলভীবাজারের কুলাউড়ায় বেপরোয়া টমটম গাড়ির ধাক্কায় সোহান আহমদ (৭) নামে এক শিশু নিহত হয়েছে।
রোববার (৯ এপ্রিল) রাতে উপজেলার মনসুর এলাকায় এ ঘটনা ঘটে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক বিষয়টি নিশ্চিত করেছেন।
সোহান ওই এলাকার আব্দুল জলিলের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি মো. আব্দুছ ছালেক জানান, সন্ধ্যা ৬টার দিকে কুলাউড়া শহর থেকে একটি যাত্রীবাহী টমটম গাড়ি কাদিপুর এলাকার উদ্দেশ্যে যাচ্ছিল। টমটমটি মনসুর এলাকায় পৌঁছামাত্র সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শিশু সোহানকে ধাক্কা দেয়। পরে টমটম চালকসহ স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘাতক টমটম গাড়ি ও চালক থানা হেফাজতে রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
আমাদের পেইজ- https://www.facebook.com/dailykhoborerdakgor/
আমাদের গ্রুপ- https://www.facebook.com/groups/dailykhoborerdakgor/
আমাদের ইউটিউব- https://www.youtube.com/channel/UC9r4_s-LK0mucm34GjjmZqg