দূর থেকে বেশ কয়েকজন দেখতে পান শাড়ি পরিহিত এক নারী দৌড়ে গিয়ে ট্রেনের নিচে ঝাপ দেন। এরপর কাছে গিয়ে দেখেন ওই নারীর দেহ খণ্ড-বিখণ্ড হয়ে পড়ে রয়েছে রেললাইনে ও পাশের ফসলি খেতে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ময়মনসিংহ-ভৈরব রেল লাইনের গাঙাইল ইউনিয়নের কাইত্যার চর এলাকায়। খবর পেয়ে লাশ উদ্ধার করে কিশোরগঞ্জ রেলওয়ে থানায় নিয়ে গেছে পুলিশ।
স্থানীয় সুত্র ও পরিবারের লোকজন জানায়, উত্তর বানাইল গ্রামের আব্দুর রহমানের মেয়ে তাছলিমা বেগম (৪৫)। দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন তিনি। নিহত তাছলিমার ছোট ভাই আলম মিয়া জানান, তার বোনকে বিভিন্ন জায়গায় বিয়ে দেওয়া হলেও কোথাও তিনি ঘর সংসার করতে পারেনি। সবশেষ উপজেলার ধরগাঁও গ্রামের জনৈক বাবুল মিয়ার সঙ্গে বিয়ে হয়। কিন্তু বেশ কয়েক বছর ধরে সে বাবার বাড়িতেই অবস্থান করছিল। গতকাল সোমবার সকালে বাড়ি থেকে বের হয়।
স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে চিটাগাং মেইল ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। তাছলিমার চাচা মোস্তাফিজুর রহমান জানান, আমাদের আবেদনের প্রেক্ষিতে পুলিশ ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে কিশোরগঞ্জ রেলওয়ে থানার উপপরিদর্শক আব্দুল্লাহ আল মামুন জানান, এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা (নং-৩/২৩) হয়েছে। আবেদনের প্রেক্ষিতে ওই নারীর লাশ মর্গে না পাঠিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আমাদের পেইজ- https://www.facebook.com/dailykhoborerdakgor/
আমাদের গ্রুপ- https://www.facebook.com/groups/dailykhoborerdakgor/
আমাদের ইউটিউব- https://www.youtube.com/channel/UC9r4_s-LK0mucm34GjjmZqg