চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:
ভোলার চরফ্যাশন উপজেলায় বিষধর সাপের কামড়ে মো. মমিন (৯) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
গত সোমবার (২২ মে) রাত ১০ টার সময় চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড বেড়িবাঁধের বাহিরে মুজিব কিল্লা সংলগ্ন মফিজ মাঝির বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত কিশোর ওই ওয়ার্ডের মফিজ মাঝির ছেলে।
বিষয়টি নিশ্চিত করে নিহত কিশোরের মামা জাকির জানান, গত সোমবার রাত ১০ টার সময় আমার ভাগিনা মমিন তাদের বসত ঘরের বারান্দার চৌকিতে ঘুমিয়ে পরলে হটাৎ সাপে কামড় দিয়েছে বলে ডাক চিৎকার করতে থাকলে তাঁর মা-বাবা আগাইয়া এসে দেখে তার ডান পায়ে একটি বিষধর সাপের কামড়ের চিহ্ন রয়েছে। কিন্তু বিষধর সাপটি দেখতে পাননি তারা। পরে স্থানীয় একজন ওঝা ও পল্লী চিকিৎসকে বাড়িতে নিয়ে আসলে তারা দু'জনেই বলেছেন সাপের কামড়ে কিশোর মমিন মারা গেছেন।
সাবেক ৮নম্বার ওয়ার্ডের মেম্বার আব্দুল মান্নান ঘটনা সত্যতা নিশ্চিত করেন।
এ ঘটনার পর থেকেই নিহতের পরিবারের মাঝে সাপ আতঙ্ক ও শোকের ছায়া নেমে আসে।
আমাদের পেইজ- https://www.facebook.com/dailykhoborerdakgor/
আমাদের গ্রুপ- https://www.facebook.com/groups/dailykhoborerdakgor/
আমাদের ইউটিউব- https://www.youtube.com/channel/UC9r4_s-LK0mucm34GjjmZqg