ভোলা প্রতিনিধি:
ভোলার তেঁতুলিয়া নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ রায়হান হোসেনের (২০) মরদেহ একদিন পর ভেসে উঠেছে। শুক্রবার (২৩ জুন) সকাল ৯টার দিকে ঘটনাস্থলের কাছে তার মরদেহ ভেসে ওঠে। পরে স্বজনরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
এর আগে বুধবার (২১ জুন) বেলা ১২টার দিকে তেঁতুলিয়া নদীতে মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে গিয়ে রায়হান নিখোঁজ হন।
ভোলা সদর মডেল থানার (ওসি) মো. শাহীন ফকির উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
রায়হান সদর উপজেলা ভেলুমিয়া ইউনিয়নের চন্দ্র প্রসাদ গ্রামের মো. মাইনুদ্দিন মাঝির ছেলে। সে এবার ভেলুমিয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে। তিন ভাই এক বোনের মধ্যে রায়হান সবার ছোট।
রায়হানের সঙ্গে থাকা লতিফ দেওয়ান জানান, বেলা ১২টার দিকে তেঁতুলিয়া নদী থেকে মাছ ও বেহুন্দী জাল নিয়ে তীরে আসছিলেন তারা। এসময় অসাবধানতাবশত রায়হান নদীতে পড়ে যায়। খবর পেয়ে কোষ্টগার্ড ও ডুবুরি দল উদ্ধার অভিযানে নেমে বৃহস্পতিবার বেলা ১২টা পর্যন্ত তার কোনো সন্ধান না পেয়ে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেন। এরপর শুক্রবার সকাল ৯টার দিকে স্বজনরা ঘটনাস্থলের নিকটে তার মরদেহ ভেসে উঠতে দেখেন।
ওসি জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে।
আমাদের পেইজ- https://www.facebook.com/dailykhoborerdakgor/
আমাদের গ্রুপ- https://www.facebook.com/groups/dailykhoborerdakgor/
আমাদের ইউটিউব- https://www.youtube.com/channel/UC9r4_s-LK0mucm34GjjmZqg