মোঃ ছাইফুল ইসলাম-(জিহাদ), নিজস্ব প্রতিনিধি:
ভোলার তজুমদ্দিনে আইন শৃঙ্খলা রক্ষায় বাজারে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ পাহারাদার রাখা নিশ্চিত করতে জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম এর দিক নির্দেশনায় উপজেলার শম্ভুপুর ইউনিয়নের কোড়ালমাড়া ইয়াসিনগঞ্জ নতুন বাজার এলাকায় পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
(শুক্রবার ২ জুন) বিকাল ৫ ঘটিকার সময় শম্ভুপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড ইয়াসিনগঞ্জ নতুন বাজার এলাকায় ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মাকসুদুর রহমান-(মুরাদ)।
এ সময় ওসি মুরাদ বলেন, আইন শৃঙ্খলা রক্ষায় বাজারে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং পাহারাদার রাখা নিশ্চিত করতে হবে। মাদক, জুয়া প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এলাকার কুখ্যাত চোর, ডাকাতদের তালিকা করে গ্রেফতার করা হবে।
এ সময় তিনি, মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সকলকে আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন, শম্ভুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাসেল,
ইউপি সদস্য মো: মন্জু হাওলাদার, বিট অফিসার এস.আই রিসাত হোসাইনসহ বাজার ব্যবসায়ী ও স্থানীয় নেতৃবৃন্দ।
আমাদের পেইজ- https://www.facebook.com/dailykhoborerdakgor/
আমাদের গ্রুপ- https://www.facebook.com/groups/dailykhoborerdakgor/
আমাদের ইউটিউব- https://www.youtube.com/channel/UC9r4_s-LK0mucm34GjjmZqg