চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:
ভোলার চরফ্যাশন উপজেলায় খাল থেকে ভাসমান অবস্থায় একটি মৃত চিত্রা হরিণ উদ্ধার করেছে বন-বিভাগ।
বৃহস্পতিবার (১৮ মে) সন্ধ্যায় দক্ষিণ আইচা থানার বিচ্ছিন্ন দ্বীপ চরকুকরি-মুকরি ইউনিয়নের চরপাতিলা খাল থেকে ওই মৃত চিত্রা হরিণটি উদ্ধার করা হয়।
চরকুকরি-মুকরি বন-বিভাগের রেঞ্জ কর্মকর্তা সুমন দাস বলেন, চরকুকরি ইউনিয়নের চরপাতিলা খালে ভাসমান অবস্থায় একটি মৃত হরিণ দেখতে পেয়ে স্থানীয়রা কুকরি বন-বিভাগকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে আনুমানিক ২৬ কেজি ওজনের একটি মৃত চিত্রা হরিণ উদ্ধার করি।
তিনি আরো বলেন, ঘুর্ণিঝড় মোখার পর থেকেই কয়েক বার ভারি বর্ষা এবং অতি জোয়ারের কারণে হরিণটি উঁচু স্থানে না যেতে পেরে পানিতে ডুবে হরিণটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।উদ্ধার হওয়া মৃত চিত্রা হরিণটি পঁচে যাওয়ায় মাটিতে পুঁতে ফেলা হবে বলেও জানান তিনি।
আমাদের পেইজ- https://www.facebook.com/dailykhoborerdakgor/
আমাদের গ্রুপ- https://www.facebook.com/groups/dailykhoborerdakgor/
আমাদের ইউটিউব- https://www.youtube.com/channel/UC9r4_s-LK0mucm34GjjmZqg