চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:
ঈদের চতুর্থ দিনেও দ্বীপ জেলা ভোলার দ্বীপ উপজেলার চরফ্যাশনে পর্যটন স্পটগুলোতে পর্যটকের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে।
প্রকৃতির এক অপরূপ নগরী চরফ্যাশন এখানেই রয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার সুউচ্চ দৃষ্টিনন্দন জ্যাকব ওয়াচ টাওয়ার, দর্শনীয় ফ্যাশন স্কয়ার, শেখ রাসেল শিশু ও বিনোদন পার্ক, খামার বাড়ি, ম্যানোগ্রোভ বনাঞ্চল চর কুকরী-মুকরী, লাল কাকড়ার দ্বীপ ঢালচরের তারুয়ায় সমুদ্র সৈকত, খেজুর গাছিয়া মিনি কক্সবাজার এবং মেঘনার কোলঘেষা মনোরম পরিবেশে গড়ে ওঠা স্পট বেতুয়া প্রশান্তি পার্ক।
এসব পর্যটন কেন্দ্রে ঈদের দিন থেকে শুরু করে চতুর্থ দিনেও বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত বিনোদন প্রেমীরা আসছে। ঈদুল ফিতরের দীর্ঘ টানা ছুটিতে গ্রামে আসে মানুষেরা এসব দর্শনীয় স্থানে ঘুরছে। ফলে এসব পর্যটনগুলোতে পর্যটকদের উপচে পড়া ভিড়।
জ্যাকব টাওয়ারে ঘুরতে আসা দর্শণার্থীরা জানান, জ্যাকব টাওয়ারের উপড়ে উঠে বাইনোকুলারের মাধ্যমে বঙ্গোপসাগরের জেলেদের মাছ ধরার দৃশ্য, চরকুকরী-মুকরীর প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে হরিণের দৃশ্য মনে হয় কাছে থেকেই উপভোগ করেছি। পরিবার-পরিজন নিয়ে চরফ্যাশন ঘুরতে এসে ভালোই লাগল।
মনোমুগ্ধকর স্পষ্ট বেতুয়া প্রশান্তি পার্কে ঘুরতে আসা দর্শণার্থীরা বলেন, পরিবার নিয়ে ঈদের ছুটিতে এবার প্রথম এসেছি বেতুয়া পার্কে, খুব ভালো লাগছে।
অন্যান্য পর্যটন স্পটগুলোতে খুব স্বাচ্ছন্দে ঘুরে বেড়াচ্ছেন পর্যটকরা। ঈদের ছুটিতে পরিবার-পরিজনকে নিয়ে খুব ভালো সময় কাটাচ্ছেন তারা।
এসব পর্যটন স্পটগুলোর সাথে সংশ্লিষ্টরা জানান, এবার অন্যান্য বছরের তুলনায় পর্যটকে সংখ্যা বেশি।
আমাদের পেইজ- https://www.facebook.com/dailykhoborerdakgor/
আমাদের গ্রুপ- https://www.facebook.com/groups/dailykhoborerdakgor/
আমাদের ইউটিউব- https://www.youtube.com/channel/UC9r4_s-LK0mucm34GjjmZqg