ভোলা প্রতিনিধি: ভোলা সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট থেকে ৪ হাজার ৪০০ ইয়াবাসহ ফেরদৌস (২৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে কোষ্টগার্ড। রোববার (১৮ জুন) দুপুর ২টার দিকে তাকে আটক করে সদর থানায় হস্তান্তর করা হয়। কোষ্টগার্ড দক্ষিণ জোনের লেফটেন্যান্ট মো. শাফিউল কিঞ্জন এ তথ্য নিশ্চিত করে বলেন, আটক ফেরদৌস বরিশাল সদর উপজেলার চরমোনাই গ্রামের বাসিন্দা। সে দীর্ঘদিন ধরে মাদকের সঙ্গে সম্পৃক্ত ছিল।
আমাদের পেইজ- https://www.facebook.com/dailykhoborerdakgor/
আমাদের গ্রুপ- https://www.facebook.com/groups/dailykhoborerdakgor/
আমাদের ইউটিউব- https://www.youtube.com/channel/UC9r4_s-LK0mucm34GjjmZqg