ভোলার দৌলতখান ও লালমোহন উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দৌলতখান ও লালমোহন থানায় দুইটি অপমৃত্যু মামলা হয়েছে।
বুধবার (১২ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত ওমর ফারুক (২) দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মো. আবুল কাশেমের ছেলে ও ফারিয়া আক্তার (৭) লালমোহন উপজেলার ধলীগৌর নগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মো. আরিফ হোসেনের মেয়ে।
দুই শিশুর পরিবার জানায়, বাড়ির লোকজনের অজান্তে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়। তাদেরকে কোথাও দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পুকুর থেকে তাদের ভাসমান মৃতদেহ উদ্ধার করা হয়। তাদের মৃত্যুতে পরিবারের কোনো অভিযোগ নেই। যাঁর কারণে দুই থানায় দুইটি অপমৃত্যু মামলা হয়েছে।
আমাদের পেইজ- https://www.facebook.com/dailykhoborerdakgor/
আমাদের গ্রুপ- https://www.facebook.com/groups/dailykhoborerdakgor/
আমাদের ইউটিউব- https://www.youtube.com/channel/UC9r4_s-LK0mucm34GjjmZqg