বেনাপোল সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ৬ পিচ (৬৯৯ গ্রাম ওজনের) স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
তবে, এসময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।
মঙ্গলবার (১১ এপ্রিল) ভোর রাতে বেনাপোল পোর্ট থানার সাদিপুর সীমান্ত এলাকা থেকে এ স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, যশোর ব্যাটেলিয়ান ৪৯ বিজিবি বেনাপোল আইসিপির পোতা পোস্টের টহল কমান্ডার নাম্বার ৭৭৭০৩ নায়ক মোহাম্মদ নজরুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল মেইন পিলার ১৯/১ এস হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাদিপুর সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৬ পিচ স্বর্ণের বার উদ্ধার করে। এবং উদ্ধারকৃত স্বর্ণের বার ব্যাটালিয়ান সদরে পাঠানো হয়েছে বলে জানান বিজিবি।
আমাদের পেইজ- https://www.facebook.com/dailykhoborerdakgor/
আমাদের গ্রুপ- https://www.facebook.com/groups/dailykhoborerdakgor/
আমাদের ইউটিউব- https://www.youtube.com/channel/UC9r4_s-LK0mucm34GjjmZqg