বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি;
বরিশাল বানারীপাড়ায় বিয়ের দাবিতে প্রাইভেট টিউটর প্রেমিক মো. আল আমিন মোল্লার বাড়িতে এক গার্মেন্টকর্মী অনশন করছেন।
রোববার সকালে উপজেলার ইন্দেরহাওলা গ্রামের ওই গার্মেন্টকর্মী দিদিহার গ্রামের মো. আব্দুর রহমান মোল্লার ছেলে মো. আল আমিন মোল্লার (২৩) বাড়িতে উঠেন। তিনি ঢাকায় বাসায় বাসায় শিক্ষার্থী পড়ান বলে জানা গেছে।
ওই গার্মেন্টকর্মী বলেন, তারা এতদিন ধরে বিয়ে না করলেও গত বছরের ডিসেম্বর থেকে স্বামী-স্ত্রীর পরিচয় দিয়ে ঢাকার মিরপুর-১০ নম্বর এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করে আসছেন। ঈদের ছুটিতে তারা দুজনে বাড়ি এসে আনুষ্ঠানিকভাবে বিয়ে করার কথা থাকলেও প্রেমিক আল আমিন তার পরিবারকে বোঝাতে না পারায় বিয়ের দাবিতে তার বাড়িতে উঠেছেন।
সৈয়দকাঠী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য মো. জামাল হোসেন জানান, রোববার দুপুরে খবর পেয়ে বিষয়টি পুলিশকে জানাই। প্রেমিক আল আমিন মোল্লাকে বাড়িতে হাজির করার জন্য তার পরিবারকে বলা হয়েছে। সে বাড়িতে আসলে দুপক্ষের অভিভাবকরা বসে এ ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নেবেন।
এ ব্যাপারে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ আলম চৌধুরী জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের পেইজ- https://www.facebook.com/dailykhoborerdakgor/
আমাদের গ্রুপ- https://www.facebook.com/groups/dailykhoborerdakgor/
আমাদের ইউটিউব- https://www.youtube.com/channel/UC9r4_s-LK0mucm34GjjmZqg