নুরুন্নবী হাসান, নিয়ামতপুর (নওগাঁ):
নওগাঁর নিয়ামতপুরে বটতলী হাট দারুল হাদিস দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া- সাংস্কৃতিক প্রতিযোগীতা ও দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
(সোমবার ২০ মার্চ) সকাল ৯টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত উক্ত স্কুুলের প্রাঙ্গণে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠান সভাপতিত্ব করেন, জনাব মুজিবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বাংলাদেশ আওয়ামী লীগের নওগাঁ জেলা পরিষদের সদস্য জনাব আজহারুল ইসলাম (বুলু) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার বজলুর রশিদ, অত্র মাদ্রাসার সুপার শাহজাহান কবির সার্বিক পরিচালনায় আব্দুল মালেক।
এ সময় আরও উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের অভিভাবকসহ বটতলী হাট দারুল হাদিস দাখিল মাদ্রার ১৮জন দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিলের মাধ্যমে অত্র মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের সার্বিক মঙ্গল কামনা করেন।
আমাদের পেইজ- https://www.facebook.com/dailykhoborerdakgor/
আমাদের গ্রুপ- https://www.facebook.com/groups/dailykhoborerdakgor/
আমাদের ইউটিউব- https://www.youtube.com/channel/UC9r4_s-LK0mucm34GjjmZqg