বগুড়ার ধুনট উপজেলায় রান্না করার সময় অসাবধাণতা বসত গ্যাসের চুলার আগুনে পুড়ে শারমিন আকতার পলি (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত গৃহবধূ শারমিন আকতার উপজেলা সদরের মাটিকোড়া গ্রামের কামাল হোসেনের স্ত্রী। মঙ্গলবার (১৮এপ্রিল) সকালে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে ২৫মার্চ দিবাগত রাত তিনটার দিকে ধুনট পৌর এলাকার অফিসারপাড়ার ভাড়া বাসায় খাবার রান্নার সময় তিনি আগুনে দগ্ধ হয়েছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শারমিন আকতার গ্যাসের চুলায় সেহরির জন্য খাবার রান্না করছিলেন। এ সময় গ্যাসের চুলা থেকে তার শরীরে আগুন লাগে। মুহুর্তের মধ্যেই শরীরের প্রায় ৫৫ শতাংশ পুড়ে যায়। স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
ধুনট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার হামিদুল ইসলাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করেছে। বাসায় ত্রুটিপূর্ণ গ্যাসের চুলায় রান্নার সময় গৃহবধূর শরীর পুড়ে যায়। তবে এ বাসার অন্য কোনো কিছুর ক্ষয়ক্ষতি হয়নি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আমাদের পেইজ- https://www.facebook.com/dailykhoborerdakgor/
আমাদের গ্রুপ- https://www.facebook.com/groups/dailykhoborerdakgor/
আমাদের ইউটিউব- https://www.youtube.com/channel/UC9r4_s-LK0mucm34GjjmZqg