মোঃ বাবুল হোসেন, পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ে ৫ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সন্ধায় ৬ পঞ্চগড়ের সদর ৬নং সাতমেরা ইউনিয়নের কাকপাড়া গ্রামে নিজ ঘর থেকে ৫ মাসের মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ ও এক সন্তানের জননী লিপি (২৮) নামের এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন সদর থানা পুলিশ।
স্থানীয়রা ও পুলিশ জানান, পঞ্চগড়ে কাকপাড়া একই এলাকার সড়ক দুর্ঘটনায় স্বামী গাজীর একটি হাত অচল হয়ে যায়। তার পর থেকে গাজীর স্ত্রীর সাথে বন্ধু লিটনের পরকীয়া প্রেম গড়ে ওঠে। এক পর্যায়ে গাজীর স্ত্রী লিপি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। প্রায় এক সপ্তাহ আগে গাজীর স্ত্রী লিপি ও লিটনের পরকীয়ার সম্পর্ক এলাকাবাসীর হাতে তথ্য ধরা পড়লে বিষয়টি এলাকায় প্রকাশ পায়।
স্থানীয়রা জনান, লিপি ও লিটন এর মধ্যে দীর্ঘদিনের পরকিয়া চলে আসছে। তাদের এই প্রেম কাহিনী এলাকায় জানাজানি হলে স্থানিয় ইউপি সদস্য মোঃ জহীরুল ইসলাম ও এলাকার মাতাব্বর মোঃ মাহারাজা ওরফে (ইবরাহীম), মোঃ আলম, এরা কাউকে কিছু না জানিয়ে অর্থের বিনিময় সালিশ বৈঠক করে রাতে'ই গৃহবধূ লিপিকে তার স্বামী গাজীর বাড়িতে পাঠিয়ে দেয়। তবে লিপি আক্তার মৃত্যুর আগে একটি চিরকুটে লিটন কে দায়ি করে লিখে গেছে যে আমার মৃতুর জন্য লিটন দায়ি আমি ওর বিচারে ওর ফাঁসি চাই। দুহায় আপনাদের আমার দেহটা কে কাটা ছেড়া করবেন না। আমি তো বেচে থাকতে চাই ছিলাম কিন্তু আমাকে বাচতে দিলোনা।
এব্যাপারে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল লতিফ মিয়া লিপি ঝুলন্ত মরাদেহ বিষয়টি নিশ্চিত করেন। লাশ ময়না তদন্তের জন্যে পঞ্চগড়ের আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আমাদের পেইজ- https://www.facebook.com/dailykhoborerdakgor/
আমাদের গ্রুপ- https://www.facebook.com/groups/dailykhoborerdakgor/
আমাদের ইউটিউব- https://www.youtube.com/channel/UC9r4_s-LK0mucm34GjjmZqg