সারাদেশ

নড়াইলে নবাগত জেলা প্রশাসক আশফাকুল হক চৌধুরীর যোগদান

  স্টাফ রিপোর্টার: ৪ এপ্রিল ২০২৩ , ৫:১৯:৫১ প্রিন্ট সংস্করণ

নড়াইলে নবাগত জেলা প্রশাসক মোহাম্মাদ আশফাকুল হক চৌধুরী দায়িত্ব গ্রহন করেছেন বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের কাছ থেকে।

সোমবার বেলা ১১টায় জেলা প্রাসকের কার্যালয়ে নবাগত জেলা প্রশাসক মোহাম্মাদ আশফাকুল হক চৌধুরী পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

রাষ্ট্রপতির আদেশক্রমে গত (১২ মার্চ) রোববার উপ-সচিব ভাস্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে মোহাম্মাদ আশফাকুল হক চৌধুরীকে নড়াইল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়। অপর দিকে রাষ্ট্রপতির আদেশ ক্রমে উপ সচিব মো: আলমগীর কবির স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান কে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের উপ-সচিব হিসেবে বদলি করা হয়েছে।

উল্লেখ্য, মোহাম্মদ হাবিবুর রহমান ২ বছর ৩ মাস নড়াইলের জেলা প্রশাসক হিসাবে দায়িত্ব পালন করেন।

আরও খবর

Sponsered content