ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম টিপু লস্কার (৩৮)। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের বৈশাখী তেলপাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত টিপু লস্কার উপজেলার শ্রীরামপুর এলাকার লতা লস্কারের ছেলে।
স্থানীয়রা জানায়, সন্ধ্যার দিকে মোটরসাইকেলে উপজেলার শ্রীরামপুর এলাকা থেকে ছেলে রাফছিনকে বলিদাপাড়া মাদ্রাসায় দিয়ে বাড়ি ফিরছিলেন টিপু। পথিমধ্যে শহরের বৈশাখী তেলপাম্প এলাকায় পৌঁছালে ঝিনাইদহগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এসময় টিপু রাস্তার উপর পড়ে গেলে ট্রাকটি তার শরীর পিষ্ট করে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী রাস্তার উপর পড়ে আছে এমন খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
আমাদের পেইজ- https://www.facebook.com/dailykhoborerdakgor/
আমাদের গ্রুপ- https://www.facebook.com/groups/dailykhoborerdakgor/
আমাদের ইউটিউব- https://www.youtube.com/channel/UC9r4_s-LK0mucm34GjjmZqg