ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের ভৈরবে এক নারী তার সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের পাশ থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে। সোমবার (১৫ মে) বেলা ১২টার দিকে ঘর থেকে তাদের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়।
নিহতরা হল ভৈরব উপজেলার শিবপুর ইউনিয়েনর শম্ভুপুর গ্রামের ইতালিপ্রবাসী ফরহাদ আহমেদের স্ত্রী জোনাকী (২৫) এবং তার ছেলে আলিফ (৩)।
জোনাকীর বাবার বাড়ি পার্শ্ববর্তী ইউনিয়নের। জোনাকীর বোন ঝর্ণা বেগমের দাবি, তার বোন ও বোনের ছেলেকে হত্যা করা হয়েছে। পরে লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যার প্রচার করছে জোনাকীর শ্বশুরবাড়ির লোকজন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, মা ও শিশুকে হাসপাতালে আনার আগেই তারা মারা গেছে। তবে নিহত দুজনের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে মৃতের প্রকৃত কারণ জানা যাবে।
ভৈরব থানার উপপরিদর্শক মো. রাজিব মিয়া কালের কণ্ঠকে জানান, মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। দুজনের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনা তদন্ত করা হচ্ছে। এ ছাড়া একটি চিরকুট পাওয়া গেছে। সেটি নিয়েও তদ্ত চলছে
আমাদের পেইজ- https://www.facebook.com/dailykhoborerdakgor/
আমাদের গ্রুপ- https://www.facebook.com/groups/dailykhoborerdakgor/
আমাদের ইউটিউব- https://www.youtube.com/channel/UC9r4_s-LK0mucm34GjjmZqg