বিনোদন ডেস্ক:
দুয়ারে কড়া নাড়ছে ঈদ। ইতোমধ্যেই তার আমেজ ছড়িয়ে গেছে সবখানে। ঈদ উদযাপনের জন্য প্রস্তুত সবাই। শোবিজ অঙ্গনের মানুষজনও তার ব্যতিক্রম নন। শত ব্যস্ততার মাঝে তাদেরও রয়েছে ঈদ পরিকল্পনা। এবার নিজের ঈদ পরিকল্পনা নিয়ে কথা বললেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।
সংবাদমাধ্যমকে তিশা বলেন, সামনে ঈদ উপলক্ষে যতকিছু পরিকল্পনা আছে, তার সবকিছু মেয়ে ইলহামকে নিয়ে। ভালোভাবে, সুস্থভাবে, নিরাপদে ঈদ পালন করব মেয়ে ইলহামকে নিয়ে। আপাতত এ পরিকল্পনা আছে। এর বাইরে অন্য কোনো পরিকল্পনা নেই।
তিনি আরও বলেন, মেয়ে সম্পর্কে স্মৃতিচারণ করতে গিয়ে এ অভিনেত্রী বলেন, ইলহামের প্রত্যেকটা মুহূর্ত আমি শিখছি, শিখাচ্ছি এবং ওর কাছ থেকে অনেক কিছু শিখছি। খুবই ভালো লাগছে। এটা চমৎকার অনুভূতি। আলহামদুল্লিাহ ইলহামের জন্য দোয়া করবেন, সে যেন সুস্থ থাকে এবং ভালো মানুষ হয়ে বড় হয়।
সন্তান জন্মের পর অভিনয় থেকে বিরতিতে গিয়েছিলেন তিশা। সম্প্রতি দেশের বাইরে চলছে তার অভিনীত শনিবার বিকেল ছবিটি। গুলশানের হলি আর্টিজানের ঘটনার ওপর নির্মিত হয়েছে চলচ্চিত্র।
আমাদের পেইজ- https://www.facebook.com/dailykhoborerdakgor/
আমাদের গ্রুপ- https://www.facebook.com/groups/dailykhoborerdakgor/
আমাদের ইউটিউব- https://www.youtube.com/channel/UC9r4_s-LK0mucm34GjjmZqg