উইকেটে এসেই খেলার গতিপ্রকৃতি যেন বদলে দিয়েছেন সাকিব আল হাসান। আগ্রাসী ব্যাটিংয়ে তুলে নিয়েছিলেন অর্ধশতকও। হাঁটছিলেন সেঞ্চুরির পথে। তবে পরক্ষনেই দৃশ্যপট পাল্টে অ্যান্ডি ম্যাকব্রিনের দ্বিতীয় শিকার হয়ে সাজঘরে ফিরতে হল এই বিশ্বসেরা অলরাউন্ডারকে।
সাজঘরে ফেরার আগে ৯৪ বলে ৮৭ রান করেন সাকিব। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪৫ ওভার শেষে চার উইকেট হারিয়ে ২১৮ রান।
আমাদের পেইজ- https://www.facebook.com/dailykhoborerdakgor/
আমাদের গ্রুপ- https://www.facebook.com/groups/dailykhoborerdakgor/
আমাদের ইউটিউব- https://www.youtube.com/channel/UC9r4_s-LK0mucm34GjjmZqg